বাংলার ভোর প্রতিবেদক
বাকপ্রতিবন্ধী মন্টু জমাদ্দারকে (৬৭) খুঁজছে তার পরিবার। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি নিখোঁজ। তার সন্ধান পেলে ০১৭৩২৪৩৩৫৫৩ নম্বরে অথবা যশোর কোতয়ালি মডেল থানায় জানানোর জন্য অনুরোধ করেছেন তার পরিবার।

১ ফেব্রুয়ারি মন্টু জমাদ্দারের ভাতিজা রাহিদ ইসলাম রাসেল যশোর কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয়েছে, মন্টু জমাদ্দার কথা বলতে পারেন না। তিনি রাসেলদের বাড়িতেই থাকেন।

গত ৩১ জানুয়ারি শুক্রবার বেলা ১২টার দিকে জুম্মার নামাজের জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি।

নিকটতম আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি বলে জিডিতে উল্লেখ করেন রাসেল। হারানোর সময় মন্টু জমাদ্দারের মুখে হালকা দাড়ি ছিল। তার পরনে ফতুয়া, চেক লুঙ্গি এবং পায়ে জুতা ছিল।

Share.
Exit mobile version