সংবাদ বিজ্ঞপ্তি
ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ও ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার বিকেলে যশোরের পুরাতন বাস টার্মিনালে জেলা ইমাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সহসভাপতি মুফতি মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা নাজিরুদ্দীন প্রমুখ।
মাওলানা আনোয়ারুল করিম বলেন ‘ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানেকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে।
সমাবেশে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ব্লাসফেমি আইন পাশ করাসহ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানানো এবং অপরাধীদের ব্যাপারে দ্রুত দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কূটনৈতিক ও বাণিজ্যিক সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণার দাবি জানানো হয়।