বাংলার ভোর প্রতিবেদক

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে আলোক প্রজ্জ্বালন ও শোকযাত্রা করেছে ‘যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহ’।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুনশি মেহেরুল্লাহ ময়দানের  (টাউন হল মাঠ) স্বাধীনতা মঞ্চে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচীতে প্রশিক্ষণরত যুদ্ধ বিমানের আগুনে পুড়ে নিহত স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পাইলটের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থ কামনা করে আলোক প্রজ্জ্বালন করা হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন হারুন অর রশীদ ও দীপংকর দাস রতন।

তারা বলেন, বিমানবন্দর এলাকার পাশে দিয়াবাড়ীতে বিদ্যালয় স্থাপনে সরকারের আপত্তি থাকা সত্তেও যারা মাইলস্টোন স্কুল ওখানে প্রতিষ্ঠা করেছেন, নির্মম এ হত্যার দায় তাদেরকেও নিতে হবে।

এর আগে কবিগুরু রবীন্দ্রনাথের লেখা ‘আগুনের পরশমনি ছোয়াও প্রাণে’ গানের সাথে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অ্যাড. মাহমুদ হাসান বুলু, মুস্তাক হোসেন শিম্বা, অ্যাড. বাসুদেব বিশ্বাস, সাজ্জাদ গনি খান রিমন, স্বপন দাস, অ্যাড. আবুল কায়েস, বাবু যোগেশ দত্ত, নওরোজ আলম খান চপল, একে সোহেল, রতন সরকার প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version