মাগুরা সংবাদদাতা
মাগুরায় সাকিব আল হাসান ফাউন্ডেশনের উদ্যোগে জেলার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।
আমতৈল গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক দাউদ বিশ্বাসের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের সভাপতি মাশরুর রেজা কুটিল।
সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় ও ব্যবসায়ী মিজানুর রহমান ও সাবু মিয়ার সার্বিক তত্বাবধানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. হারুন-অর-রশিদ, শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কনক, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা খাঁন তৈয়বুর রহমান, উপজেলা যুবলীগ নেতা হাসানুজ্জামান হান্নানসহ আরো অনেক নেতৃবৃন্দ।