মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলা অডিটোরিয়ামে পহভসযভা দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হড “কাওমী মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান” শীর্ষক আলোচনা সভা ও সীরাত সম্মেলন ২০২৬।
ইত্তিহাদুল উলামা মাগুরার আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন মাদরাসার ওলামা-মাশায়েখ, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা আনোয়ারুল করীম যশোরী ও মুফতি আরিফ বিল্লাহ কাসেমি।
সম্মেলনে বক্তারা বলেন, কাওমী মাদরাসা এই উপমহাদেশে ইসলামী শিক্ষা, দাওয়াত, আখলাক ও সমাজ সংস্কারের ক্ষেত্রে এক ঐতিহ্যমণ্ডিত ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন (তাজাল্লা) বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা, নৈতিকতা চর্চা ও ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা ও সীরাত সম্মেলনে মাগুরা জেলার আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

