মাগুরা সংবাদদাতা
বুধবার বেলা সাড়ে এগারটায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বাজার সিণ্ডিকেট ভেঙে দেয়া এবং পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন, সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, অন্যতম সদস্য মশিউর রহমান ও বাসারুল হায়দার বাচ্চু।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মাগুরা পৌরসভায় আধুনিক কোন ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতা দূর করতে পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ থেকে অবিলম্বে সিন্ডিকেটের দৌরাত্ম ভেঙে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, মজুতদার ও মূল্যবৃদ্ধির জন্য দায়ীদের শাস্তি এবং নিম্নবিত্তদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান হয়।