মাগুরা সংবাদদাতা
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ মাগুরা সার্কেলের সহকারী পরিচালক কেশব কুমার দাস, বিআরটিএ মাগুরা সার্কেলের মোটর যান পরিদর্শক কুতুব উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ। সভায় জানানো হয়, সড়ক দুর্ঘটনা রোধে প্রত্যেক ড্রাইভারকে সচেতন হতে হবে।

Share.
Exit mobile version