মাগুরা সংবাদদাতা
মাগুরায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন রোববার সকালে প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম মোসলেম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন পরিষদের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক এম বি বাকের ও সেক্রেটারি জেনারেল তাজিরুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক খলিফা খাজা আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা অলিউর রহমান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সেলিম উদ্দিন, সাইফুল ইসলাম ঝন্টু, দিলীপ কুমার টিকাদার, অ্যাডভোকেট ইসলাম আলী সরদার, নিমাই চন্দ্র বিশ্বাসসহ আরও অনেকে।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য অধ্যাপক খলিফা খাজা আহমেদকে সভাপতি এবং অলিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।