মাগুরা সংবাদদাতা
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
পরে কালেক্টরেট মাঠে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সমবায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, জেলা সমবায় কর্মকর্তা এস এম মনজুরুল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডুসহ জেলার সমবায় সমিতির সদস্যরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যদের উদ্বুদ্ধ করতে সরকার কাজ করছে।
সভায় জেলার বিভিন্ন সমবায় সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমবায় বিভাগ এ দিবসের আয়োজন করে।

