মাগুরা সংবাদদাতা
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ এবং বেগম রোকেয়া দিবস। দিবস দুটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস। বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য অতিথিরা।

বেগম রোকেয়া দিবস
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”- প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “অদম্য নারী” সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঁচটি ক্যাটাগরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ১০ অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট, ফুল ও সনদপত্র প্রদান করা হয়।

জেলা পর্যায়ে ৫ অদম্য নারী হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য কহিনুর আক্তার, সফল জননী হোসনেয়ারা বেগম, শিক্ষা ও চাকরিতে সখিনা খাতুন, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জয়ী রিক্তা পারভিন, সমাজ উন্নয়নে বিশেষ অবদান কল্যাণী রানী বিশ্বাস।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version