মাগুরা সংবাদদাতা
মাগুরায় আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে আজ সোমবার সকাল ৮টায় কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নোমানী ময়দানে এসে শেষ হয়।
শোভাযাত্রাতে অংশ নেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে নোমানী ময়দানে দিনব্যাপি বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এছাড়া জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ করছে।
##