মাগুরা সংবাদদাতা
মাগুরায় বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বীনা দাশ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, সহকারী জজ (শিক্ষানবিশ) আয়ুবুর রহমান সিয়াম, এডিএম শাশ্বতী শীল এবং জেলার আইন-শৃংখলা বাহিনীসহ বিচারিক কর্মকান্ডের সাথে সর্ম্পৃক্ত সরকারি কর্মকতাগণ।

কনফারেন্সে বিচারকদের সার্বিক নিরাপত্তা, মামলা দ্রুত নিস্পত্তি, সমন জারি, আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ময়নাতদন্ত, পুলিশ রিমান্ড ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা প্রতিপালন তদারকিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version