মাগুরা সংবাদদাতা
মাগুরা সদরের ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক বিএনপির মহিলা জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রচারণা চালান মাগুরা-১ আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান। মহিলা জনসভায় তার সহধর্মিণীও অংশ নেন।
এ সময় মনোয়ার হোসেন খান বলেন, একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর হাসান সোহান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াজ রহমান, কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক জুয়েল রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
