মাগুরা সংবাদদাতা

মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও সাত মাস বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন টিলা গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী সেতু খাতুন (৩৫) ও তার সাত মাস বয়সী কন্যা আনিসা।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন সেতু খাতুন।

শিশুটিকে কোলে নেয়া অবস্থায় বিদ্যুৎ প্রবাহ তাদের উভয়কেই আঘাত করে। পরে পরিবারের লোকজন দুজনকেই মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, “দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে পোড়ার চিহ্ন ছিল, যা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ইঙ্গিত দেয়। মরদেহ দুটি বর্তমানে হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।”

এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Exit mobile version