মাগুরা সংবাদদাতা
আজ রবিবার ১২টায়
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার দোহারপাড় এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্যাস, ভোগ্যপণ্য ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এ সময় দোহারপাড় এলাকার মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামক গ্যাস ডিলার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাকে এলপিজি গ্যাস বিক্রি করছে। এছাড়া শত শত গ্যাস সিলিন্ডার মজুদ থাকা সত্ত্বেও কতগুলো সিলিন্ডার মজুদ রাখার অনুমোদন রয়েছে-সে বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া, ওজনে কম দেয়াসহ নানবিধ অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলামসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিথ ছিলেন।

