মাগুরা সংবাদদাতা
মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার প্রতুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

সকাল ৬ টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সিভিল সার্জন, মাগুরা প্রেসক্লাব, জেলা আনসার ভিডিপি, জেলা ক্রীড়া অফিসসহ সকল সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান।

সকাল ৯ টায় নোমানী ময়দানে এ দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা। জেলা প্রশাসক অহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা কুচকাওয়াজে সালাম বিনিময় করেন।

কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, কারাগার, সরকারি কলেজ বিএনসিসি, সরকারি বালিকা বিদ্যালয় গালর্স গাইড দল, জেলা রোভার স্কাউট, দুধ মল্লিক বালিকা গালর্স গাইড দল ও সরকারি শিশু পরিবার বালিকা দল । কুচকাওয়াজ শেষে অংশ নেয়া দলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
##

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version