মাগুরা সংবাদদাতা
শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন, শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির সহ সরকারি কর্মকর্তা ও অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের শিক্ষা সহায়তা ফাণ্ড থেকে শহরের দুটি বিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ৬ হাজার টাকা ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাগুরা জেলা পরিষদের অর্থায়নে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে সিসিটিভি ক্যামেরা, বেঞ্চ ও আইসিটি উপকরণ বিতরণ করা হয়।

