ইব্রাহিম ঈশান
মাগুরায় মো. রাব্বি (২০) নামে এক যুবককে হাতুড়িপেটা করে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আহত রাব্বি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় টার দিকে শহরের পারলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতের পিতা জাহিদুল ইসলাম জানান, স্থানীয় মাদকসেবী উজ্জ্বল খান ও হাসিব খান গ্রামের মাঠপাড়া এলাকায় মাছের ঘের করে সেখানে মাদক সেবন ও গ্রামের নারীদের শ্লীলতাহানী করে থাকে প্রতিনিয়ত। প্রতিবাদ করলে তাকে মারধর ও হত্যার হুমকি ধামকি দেয়। ঘটনার দিন সন্ধ্যায় উশৃংখলার করায় রাব্বী বাঁধা দিলে ওই সন্ত্রাসীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে জরুরি বিভাগের ডা. সোহাগ খাঁন জানান, রাব্বি নামে এক রোগীকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এক্স-রে করতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, হাতের হাড় ভেঙে গেছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ আইয়ুব আলী সাংবাদিকদের জানান, এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।