ইব্রাহিম ঈশান
মাগুরায় সড়ক ও জনপথ বিভাগ সওজের নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহার নির্দেশে একই অফিসের উপসহকারী প্রকৌশলী শিমুল হুসাইনকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে নির্বাহী প্রকৌশলী আতিক উল্লাহকে ঢাকায় বদলি করা হয়েছে।
মাগুরা সদর থানায় তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। এ ঘটনায় সোমবার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে বদলি আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
একই প্রজ্ঞাপনে এএম আতিক উল্লাহকে ৯ অক্টোবরের মধ্যে দায়িত্বভার অর্পণের নির্দেশও দেয়া হয়েছে।
তবে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহ বলেন, উপসহকারী প্রকৌশলী শিমুল পূর্বতন নির্বাহী প্রকৌশলী আশিকের যোগসাজশে সরকারি অর্থ তছরুপের চেষ্টা চালাচ্ছিলেন। আমার অনুমতি ছাড়া অফিসের বেশ কিছু গোপনীয় কাগজপত্র রাজশাহীতে মাগুরার পূর্বতন নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠায়।
এর মাধ্যমে তারা সরকারি অর্থ লোপাটের সুযোগ পায়। বিষয়টি জানতে পেরে গত ১ অক্টোবর শিমুলকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। এতে বেকায়দায় পড়ে সে আমার বিরুদ্ধে অফিসের অন্যদের ইন্ধনে মারধর ও নির্যাতনের ষড়যন্ত্র করে।
প্রসঙ্গত: অধস্তন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ২ অক্টোবর মাগুরা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ২৩ কর্মকর্তা কর্মচারী নিজেদের গণবদলির দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করে।
এ ঘটনার পর কর্মবিরতিতে অংশ নেয়ায় ৬ অক্টোবর নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে এবং তারই নির্দেশে শিমুল হোসাইন নামে এক উপসহকারী প্রকৌশলীকে শার্ট প্যান্ট খুলে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার পর একই দিন রাতে নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহসহ সুনির্দিষ্ট আরও ৪ জন এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মাগুরা সদর থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেন নির্যাতনের শিকার উপসহকারী প্রকৌশলী শিমুল।