মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের দুইজন কর্মীকে মাস সেরা কর্মী হিসেবে স্বীকৃতি ও পুরস্কৃত করা হয়েছে।
গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘চাঁদের হাটে’ অনুষ্ঠিত মাসিক কর্মী সমন্বয় সভায় মাস সেরা কর্মীদ্বয়ের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
২০২২-২৩ অর্থবছরে উপজেলা ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার অর্জনকারী নবীর হোসেন ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হন। অপরজন হলেন, মিজানুর রহমান।
মাস সেরা কর্মী নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এছাড়াও, তাদের হাতে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট ও প্রণোদনা তুলে দেয়া হয়।
একই সাথে কাজের স্বীকৃতি স্বরূপ তাদের ছবি ও কাজের সংক্ষিপ্ত বিবরণ জেলা প্রশাসক কার্যালয়ের প্রদর্শনী বোর্ডে মাসব্যাপি প্রদর্শন করা হবে।

Share.
Exit mobile version