বাংলার ভোর প্রতিবেদক
মাদককে ঘৃণা করা ও মাদক থেকে দূরে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিরা। সোমবার যশোরের ভেকুটিয়াস্থ আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে (আমিক) আলোচনায় এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সাথে মাদকে আসক্তদের আলোকিত জীবনে ফিরে আসার আহ্বান জানান। জাতীয় রিকভারি মাস সেপ্টেম্বর’ ২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে তারা একসঙ্গে লড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সভায় মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরা যশোর শহরের মাইকপট্টির বাসিন্দা রবিউল ইসলাম বলেন, সুন্দর জীবন কেড়ে নিয়েছিল মাদক। মাদকমুক্ত থেকে সেটা বুঝতে পারছি। এজন্য মাদককে ঘৃণা করছি।
মাদক সেবন ছেড়ে দেয়া যশোরের খায়রুল ইসলাম তুহিন বলেন, আমরা মাদক ছেড়েছি। সমাজ থেকে এ ব্যাধি সরাতে আমাদের মাদককের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের ধর্মীয় চর্চা বাড়াতে হবে। সোমবার তারা নিজ মুখে রিকভারি মাসে সেই গল্পই শোনালেন। তারা ঘৃণা করছেন মাদককে। শুধু ঘৃণাই নয়; মাদকের বিরুদ্ধে একসঙ্গে লড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রধান অতিথি সিভিল সার্জন মাহামুদুল হাসান বলেন, মাদক রিকভারিরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে একটা বড় সাড়া পড়ে। রিকভারীদের প্রতি সাহয্য সহযোগিতার হাত বাড়ালে এবং অবহেলা না করে ভালোবাসলে তারা সমাজের বিশেষ ভূমিকা রাখতে পারবে। আলোচনা সভা শেষে ক্রেস্ট প্রদান ও বৃক্ষরোপণ করা হয়।
যশোরের আহ্ছানিয়া মিশনের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ম্যানেজার মিজানুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশনের এফএসটিআইপি প্রকল্পের এসএম রেজা লতিফ ও মেডিকেল অফিসার ডাক্তার মারুফুজ্জামান।