প্রবাস বাংলা ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেয়া হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সকালে ফক্স নিউজকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর প্রকাশ করেছে সিএনএন।

ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রী বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমায় করে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করছেন। তাদের হেলিকপ্টারে করে জাহাজে তোলা হয়েছে বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাদের হেলিকপ্টারে করে জাহাজে নেয়া হয়েছে। এটি একটি সুন্দর ফ্লাইট ছিল—আমি নিশ্চিত তারা উপভোগ করেছেন। তবে এটা ভুলে গেলে চলবে না, তারা বহু মানুষ হত্যার সঙ্গে জড়িত।’

মাদুরোর জন্য কী ধরনের ‘অফ-র‌্যাম্প’ বা ক্ষমতা ছাড়ার পথ রাখা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি স্পষ্টভাবে বলেছি, তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে।’

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, এক সপ্তাহ আগে তিনি ব্যক্তিগতভাবে মাদুরোর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। আমরা আলোচনা করেছি। আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি, কিন্তু তাকে পরিষ্কার করে জানিয়েছি—ক্ষমতা ছাড়তে হবে এবং আত্মসমর্পণ করতে হবে।’

Share.
Exit mobile version