খাজুরা সংবাদদাতা
ঈদকে সামনে রেখে অসহায় ও দুঃস্থদের মাঝে উপহার বিতরণ কর্মসূচি শুরু করেছে মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে যশোর সদর উপজেলা ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর মোড়ে শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনী দিনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
সংগঠনের নিজস্ব অর্থায়নে ধারাবাহিক এ কর্মসূচি অব্যাহত থাকবে। মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে।’
ঈদ উপহার বিতরণকালে সংগঠনের সদস্য মাহবুবুর রহমান, মুকুল হোসেন, আরিফ বিল্লাহ, সুমন আহম্মেদ, মামুন হোসেন প্রমুখ।