বাংলার ভোর প্রতিবেদক
খুলনা বটিয়াঘাটা হয়ে ফুলবাড়ি থেকে দারুণ মল্লিক খেয়াঘাট। দেলুটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যের জন্য শনিবার যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন

‘মানুষের পাশে আমরা’ যশোরের উদ্যোগে আড়াই শত পরিবারের মাঝে ওষুধ খাবার স্যালাইন, খাদ্য ও বস্ত্র দেয়া হয়েছে।

এসময় প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি আদ্রিব জামান বর্ণ, সাধারণ সম্পাদক অনিক পারভেজ,

দপ্তর সম্পাদক প্রেম সাহা, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ,

সদস্য তাহমিদ আনজুম অংকুর, ফারহান সিদ্দিক ফাহাদ প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version