প্রেস বিজ্ঞপ্তি

মানুষ ফাউণ্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বসুন্দিয়া মোড়স্থ সোনালী ব্যাংকের পুরাতন ভবনে সংগঠনের পরিচালক (শিক্ষা ও উন্নয়ন) শিক্ষক সৈয়দ আলী আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেনসংগঠনের চেয়ারম্যান আহমদ রাজু, ব্যবস্থাপনা পরিচালক আরমান পারভেজ, পরিচালক (অর্থ ও প্রশাসন) আব্দুল করিম, পরিচালক (সমাজসেবা) শহিদুল ইসলাম, পরিচালক (নারী ও শিশু) মুক্তা খাতুন, পরিচালক (যোগাযোগ ও তথ্য প্রযুক্তি) মো. আলামিন, পরিচালক (স্বাস্থ্য ও চিকিৎসা) তুহিন হোসেন, নির্বাহী সদস্য সাইফুল আলম, মেহেদী হাসান, আনিছুর রহমান, মামুন হোসেন, আ. আহাদ খান, রিক্তা খাতুন, মেঘনা খাতুন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, সৈয়দ এজাজ আহমেদ, আনিছুজ্জামান সোহেল প্রমুখ।

বক্তারা দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর আর্থ সামাজিক মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের বাধাহীন শিক্ষা গ্রহণে সহায়তা, দুঃস্থ রুগীদের চিকিৎসায় সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানসহ সামাজিক বিভিন্ন কাজে মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Share.
Exit mobile version