ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের বারিকুল ইসলাম (২৮) গত ৪ মাস আগে একটু সুখের সন্ধানে প্রবাসে মালয়েশিয়া যান। কিন্তু কপালে সুখ সইলোনা বলে চিরতরে পরপারে পাড়ি জমিয়েছেন। গত ২৩ দিন আগে মালয়েশিয়ার পেনাং এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। আইনি প্রক্রিয়া শেষে গতকাল দুপুরে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ধার দেনা করে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় যান বারিকুল। সেখানে প্রথমে কাজ না পেলেও পরবর্তীতে পামবাগানে কাজ নেন তিনি। গত ২৩ দিন আগে কাজ শেষে বাসায় ফেরার পথে পেনাং এলাকায় ব্যস্ত একটি সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেনাং হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে সকল আইনী প্রক্রিয়া শেষে বুধবার মধ্যরাতে দেশে ফেরে তার মরদেহ। হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্সযোগে গতকাল দুপুরে কফিন বক্সে তার মরদেহ বাগুটিয়া গ্রামে পৌছায়।
এলাকাবাসী জানান, বারিকুলের মুখখানা শেষবারের মতো দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। স্ত্রী-সন্তান ও তার পিতামাতার হৃদয়বিদারক আর্তনাদে পরিবেশ ভারি হয়ে ওঠে। পরে দুপুর ২টায় জানাজা শেষে দাফন সম্পন করা হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version