অভয়নগর সংবাদদাতা
বুধবার দুপুরে যশোরের অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য নিহত ঘাট শ্রমিক কাইয়ুমের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।
নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয় চত্বরে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি নিহতের পরিবারের হাতে তিন লাখ টাকা অনুদান তুলে দেন।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ জালাল হোসেন, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, দেশ ট্রেডিংয়ের মালিক মুজিবর রহমান খান টিটো প্রমুখ।