খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার শামস-উল-হুদা অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন বেলা সাড়ে ১২টায় অ্যাডহক কমিটির সভাপতি বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের সহধর্মিনী তানিয়া রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-কর্মচারীরা। এরপর একে একে বিভিন্ন শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।
বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও প্রতিষ্ঠানের দাতা সদস্য আনোয়ার হোসেন ভূট্টোর সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও শিক্ষানুরাগী সদস্য অ্যাড. শিহাবুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন ও সহকারী অধ্যাপক আবু সাঈদ। তাদের বক্তব্যে উঠে আসে কলেজের বিস্ময়কর সাফল্যের দুই যুগের গল্প ও অবকাঠামো উন্নয়নে জাহেদী ফাউন্ডেশনের এগিয়ে আসার কথা। এছাড়া, স্মৃতিচারণ করা হয় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বন্দবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মন্ডলকে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুপুর ২টায় অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত সভাপতি তানিয়া রহমান কলেজের অবকাঠামো উন্নয়নে ৬ লাখ টাকা অনুদান প্রদান করেন।
১৯৯৮ সালে যশোর-মাগুরা মহাসড়ক সংলগ্ন বারীনগর ভাটার আমতলা বাজারে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। বাঘারপাড়া উপজেলার ১১টি কলেজের মধ্যে এখন সেরা প্রতিষ্ঠান এটি। বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় আটশ।