বাংলার ভোর প্রতিবেদক
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৬৩তম মাসিক সাহিত্য সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় যশোর পৌর পার্কে ‘তির্যক যশোর’ কার্যালয়ে সংগঠনের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি ডা. আহাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও কথা সাহিত্যিক বকুল হক।
বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি ও লালন গবেষক সাইফুদ্দিন সাইফুল, আলোচক ছিলেন অধ্যাপক কবি সুরাইয়া শরীফ, কবি ও কলামিস্ট মাহমুদা রিনি ও কবি এমএনএস তুর্কী।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় কবিতা পাঠ ও আবৃত্তি করেন ডা. কবি মোকাররম হোসেন, মুজিবুর রহমান, এএফএম মোমিন যশোরী, রবিউল হাসান, রাবেয়া খাতুন, শরিফ হোসেন ধীমান, একেএম শহিদুল্লাহ, সানজিদা ফেরদৌস, সাইফুল ইসলাম, জাকির হোসেন, আফরোজা বেগম, শামীমা খাতুন প্রমুখ।
সভা শেষে কবি ও কথা সাহিত্যিক রাশিদা আখতার লিলির অর্থায়নে দুইজন অসহায় মেধাবী শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেয়া হয়।