বাংলার ভোর প্রতিবেদক
মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উপলক্ষে যশোরে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও মানুষ বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র, যশোরের উদ্যোগে সোমবার বিকেলে যশোর ইনস্টিটিউটে এ সেমিনারের আয়োজন করা হয়। সাহিত্য, সংস্কৃতি ও মননচর্চায় আগ্রহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিন্তা প্রকাশের সভাপতি মফিজুর রহমান রুন্্ন। প্রবন্ধে তিনি মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার পটভূমি, উদ্দেশ্য ও ঐতিহাসিক ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মোহাম্মদ শামছুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও কথাশিল্পী পাভেল চৌধুরী, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশিদ, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার সাজেদ রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিন্তা প্রকাশের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম।

সেমিনারে বক্তারা বলেন, ১৯২৬ সালে বুদ্ধির মুক্তি আন্দোলনের অংশ হিসেবে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। সমাজটির মূল লক্ষ্য ছিল ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে যুক্তিবাদী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও মানবিক মূল্যবোধকে সাহিত্য ও মননচর্চার মাধ্যমে প্রসারিত করা।

মুসলিম সাহিত্য সমাজ এ দেশের বুদ্ধিবৃত্তিক ইতিহাসে একটি মাইলফলক। সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমে সমাজকে আলোকিত করার যে প্রয়াস মুসলিম সাহিত্য সমাজ নিয়েছিল, তা আজও প্রাসঙ্গিক।

শতবর্ষ পূর্তির এই সময়ে সেই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের সবার। বক্তারা, মুক্তবুদ্ধি, মানবতা ও প্রগতিশীল চিন্তার ধারাবাহিকতা রক্ষায় এমন আলোচনা ও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share.
Exit mobile version