বাংলার ভোর প্রেিবদক
যশোর-৩ আসনের নির্বাচনী মাঠে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণায় গণজোয়ার দেখা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা বাজার থেকে মাত্র ১০ জন কর্মী-সমর্থক নিয়ে তিনি গণসংযোগ শুরু করলেও, সময়ের সাথে সাথে তা বিশাল গণমিছিলে রূপ নেয়।

অনিন্দ্য ইসলাম অমিত উপশহর ইউনিয়নের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান তিনি। পথে পথে নানা বয়সের নারী-পুরুষ ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিতে থাকেন। উপশহরের প্রধান ব্লকগুলো অতিক্রম করার সময় মিছিলের আকার কয়েকগুণ বেড়ে যায়। এলাকাবাসী জানান, প্রার্থীর আগমনের খবর পেয়ে অনেকেই ঘর থেকে বেরিয়ে এসে মিছিলে শামিল হন।

গণসংযোগকালে অমিত সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং মুরুব্বিদের কাছে দোয়া ও তরুণদের কাছে ভোট প্রার্থনা করেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেখহাটি এলাকার রিকসা চালক নুরু মিয়া, মালেক, তবিসহ কয়েকজন জানান, ‘অমিতের বাবা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মতো জনপ্রিয়। অল্পবয়সেই বাবার মতো কেন্দ্রীয় নেতা হয়েছে। তার বাবা যেহেতু সুযোগ পেয়ে যশোরের নানা উন্নয়ন করেছে; সেও সুযোগ পেলে যশোরকে উন্নতি করবে। সবাইমিলে অমিতরে বিপুল ভোটে পাশ করাবে যশোরবাসী।’ এই আসনে জামায়াতের আব্দুল কাদের, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির রাশেদ খান, জাতীয় পার্টির খবির গাজীসহ ছয়জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Share.
Exit mobile version