ঝিকরগাছা সংবাদদাতা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে মে দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্রমিকল্যাণ ফেডারেশনের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলামের নেতৃত্বে একটি র্যালি ঝিকরগাছা কপোতাক্ষ ব্রিজ সংলগ্ন থেকে প্রধান সড়ক উপজেলা মোড় প্রদক্ষিণ করে ঝিকরগাছা বাজারে শেষ হয়।
আলোচনা সভায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে, বন্ধ পাটকলগুলো চালু করতে হবে, শ্রমিকরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্রমিক ও মালিকদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক খান এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আরশাদুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা আব্দুল আলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিকরগাছা উপজেলার উপদেষ্টা অধ্যাপক হারুন অর রশিদ।
উপস্থিত ছিলেন, নাভারণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, মাওলানা ফখরুল ইসলাম, আবিদুর রহমান, আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।