মহেশপুর প্রতিনিধি
মোটরসাইকেল কেনাই কাল হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকলেছুর রহমানের। মহেশপুর শহর থেকে গতকাল সকালে পুরাতন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন মকলেছুর রহমান (৫০)। পথিমধ্যে ইন্দারাপাড় নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে নিহত হন তিনি।
মকলেছুর রহমান মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গোপালপুর গ্রামের রিফাত ও শ্রীরামপুর গ্রামের হৃদয় আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন মোটরসাইকেল কিনে শহর থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুত্বর আহত হন মকলেছুর রহমান। তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
শিরোনাম:
- মাগুরায় দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
- সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময়
- যশোর শিশু উন্নয়ন কেন্দ্র : চুরির দায়ে বন্দি হওয়ার পরদিনই কিশোরের পলায়ন
- চার জেলা নিয়ে যশোরে কর কমিশনারের কার্যালয়ের কার্যক্রম শুরু
- যশোরে প্রেমিকার গহনা নিয়ে চম্পট দেয়া সেই প্রেমিক আটক
- যশোর সদর হাসপাতালে গুলি-চাকুসহ আটক এক
- টেলিফোন বিল আদায়ে ৩ জনের নামে মামলা
- মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি : নার্গিস বেগম

