বাংলার ভোর প্রতিবেদক
মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত মোসলেম আলী ফাউণ্ডেশন তাদের মানবতার সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে তারা যশোর শহরতলীর রামনগরে একটি মাদরাসার শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে ফ্রিজ প্রদান করেছে।
গত ৮ ফেব্রুয়ারি সকালে সদরের রামনগর স্কুল পাড়ায় অবস্থিত দারুস সুন্নাহ কওমিয়া বালিকা মাদ্রাসার ৮০ জন শিশু শিক্ষার্থীর জন্য ওই ফ্রিজ উপহার হিসেবে প্রদান করে। এ সময় ফাউণ্ডেশনের পরিচালক আব্দুল্লাহ বিদ্যুতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি।
ফাউণ্ডেশনের সদস্য নিজাম উদ্দীন, ইউনুস হাসান লিমন, ইউসুফ হাসান মেজর, জাহিদুল ইসলাম, শামছুজ্জামান শাহীন, আনোয়ার হোসেন মিলন, জহিরুল ইসলাম লাবলু, বেলাল হোসেন, এহসানউল্লাহ ও মো. আশরাফসহ ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও মাদরাসার শিক্ষক-কর্মকর্তারা।
এ সময় ফ্রিজটি পেয়ে মাদরাসার শিশু শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানে ফাউণ্ডেশন পরিচালক আব্দুল্লাহ বিদ্যুৎ আগামী দিনেও এমন মহতী উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।
অতিথি বাংলার ভোর সম্পাদক বলেন, বাংলার ভোর সবসময় মহতী ও মানবিক সকল কাজের সাথে আছে। মোসলেম আলী ফাউণ্ডেশনের অগ্রযাত্রায় সকল পথপরিক্রমায় বাংলার পাশে থাকবে বলেও তিনি জানান।