যবিপ্রবি সংবাদদাতা
শুক্রবার ২ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে ভর্তি সহায়তা ডেস্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনেরর কেন্দ্রীয় সূরা সদস্য আব্দুল আউয়াল, যশোর জেলা শাখার সভাপতি ইমরান হোসাইন, সহ-সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, শহর শাখার সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ হোসাইন প্রমুখ।
সহায়তা কেন্দ্র থেকে শিক্ষার্থীদের মোবাইল ব্যাগ, প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।