বিবি প্রতিবেদক
বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউটসের যাত্রা শুরু হয়েছে। গতকাল বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শেষে শপথ বাক্য পাঠের মাধ্যমে যবিপ্রবিতে সংগঠনটির যাত্রা শুরু হলো।
কেন্দ্রীয় খেলার মাঠের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে যবিপ্রবির রোভার স্কাউটসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। যখন তুমি কোনো সংগঠনের অধীনে শপথবদ্ধ হবে, তখন তোমাকে অবশ্যই সকল নিয়ম—কানুন মেনে চলতে হবে। বিশ^বিদ্যালয় শুধুমাত্র পড়াশোনার ও গবেষণার জায়গা নয় বরং একজন আলোকিত মানুষ হওয়ার জায়গা।
‘সুন্দর জীবনের জন্য স্কাউটিং’ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তাঁবুবাস ও দীক্ষা গ্রহণ শেষে আলোচনা সভার মাধ্যমে সমাপনী হয়। যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক এ আয়োজনের নেতৃত্ব দেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক ও যবিপ্রবির ইউনিট লিডার আব্দুল ওয়াহেদ।
দীক্ষা গ্রহণের অংশ হিসেবে গতকাল দুপুরে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের উপস্থিতিতে রোভার স্কাউটের সকল সদস্যকে প্রথমে স্কাউট ব্যাজ পরিয়ে দেন যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সম্পাদক আব্দুল ওয়াহেদ। এরপর সকল সদস্যকে রোভার স্কাউটের স্কার্ফ পরিয়ে দেন যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। একই সাথে সকল সদস্যকে স্কাউটের শপথ বাক্য পাঠ করান ইউনিট লিডার আব্দুল ওয়াহেদ।
যবিপ্রবির রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সম্পাদক আব্দুল ওয়াহেদের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, খুলনা বিভাগীয় রোভার স্কাউট নেতা প্রতিনিধি অধ্যাপক শহীদুল ইসলাম ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সম্পাদক আবু হানিফ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা রোভার সম্পাদক আবু সাঈদ, যবিপ্রবির রোভার স্কাউটের লিডার ট্রেনার শাহিনুর রহমান প্রমুখ। এ সময় যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version