বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর অবৈধ দশটি পাকা দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার দুপুরে হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা গ্যারেজ মোড়ে পৌরসভা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

যশোর পৌরসভা সূত্রে জানা যায়, মফিজুর রহমান ডাবলু একের পর এক পৌরসভার নোটিশ অমান্য করে অবৈধভাবে পৌরসভার জায়গা দখল করে বহাল তবিয়তে ছিলেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও সর্বশেষ তাকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় ২৪ ঘন্টার নোটিশ প্রদান করা হয়। কার্যত ২৪ ঘন্টার নোটিশ দেড় মাস অতিবাহিত হলেও তিনি সেটি অমান্য করে জমি দখলে রেখেছিলেন। পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগের নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় মোট চারবার নোটিশ প্রদান করে পৌর কর্তৃপক্ষ। তবে নোটিশ প্রাপ্তির দেড় মাস অতিবাহিত হলেও মফিজুর রহমান ডাবলু অবৈধ স্থাপনা অপসারণ করেননি। বরং মফিজুর রহমান ডাবলু নোটিশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী দশটি পাকা দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী শরীফ হাসান।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ বলেন, মফিজুর রহমান ডাবলুকে চার বার নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তিনি না মেনে উল্টো আইনি নোটিশ পাঠান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার দুপুর থেকে অভিযান চালানো হয়। অবৈধভাবে দখলে থাকা দশটি পাকা দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

Share.
Exit mobile version