বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার চাঁদপাড়া এলাকায় জমি দখল চেষ্টা ও খুন জখমের অভিযাগে থানা অভিযোগ দাখিল হয়েছে।ওই গ্রামের আয়েজ উদ্দীন মঙ্গলবার (২১ মে) রাতে কোতয়ালী থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁদপাড়া গ্রামের আয়েজ উদ্দীনের সুলতানপুর মৌজার অন্তর্গত দাগ নং-২৫৯০, ২৫৯১, ২৫৯২ ও ২৬০৭ তে ৯৬ শতক কৃষি জমির পার্শবর্তী জমি বিবাদী অজিয়ার রহমানের। এবং জমিতে অজিয়ার রহমান পুকুর কেটে মাছ চাষ করে আসছে। বিবাদী দীর্ঘদিন ধরে আয়েজ উদ্দীনের জমির মধ্যে তার জমি আছে দাবি করে জমি দখল চেষ্টা করে আসছে। পরবর্তীতে স্থানীয় গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমিন দিয়ে জমি মাপ জোখ করে উল্টো আয়েজ উদ্দীনের প্রায় ছয় শতক জমি বিবাদীর জমির মধ্যে আছে বলে প্রমাণিত হয়। এরপর থেকে বিবাদীকে জমি ছেড়ে দিতে বললেও তিনি দীর্ঘদিনের জমি না ছেড়ে তালবাহানা করতে থাকেন।

একপর্যায়ে গত ২১ মে মঙ্গলবার বিকেলে বাদী তার জমিতে মাটি কাটতে গেলে বিবাদী ওজিয়ার রহমান (৫৫) ও তার সহযোগী আরিফ হোসেন (২৮) তার উপর চড়াও হয়। এ সময় তারা বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ খুন জখমের হুমকি দেয়। এ সময় বিবাদী আরিফ চাকু প্রদর্শন করে বাদীকে খুন জখমের চেষ্টা করে ও পরবর্তীতে জমিতে গেলে খুন করা হবে বলে হুমকি দেয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশায় যশোর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বর্তমানে বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version