বাংলার ভোর প্রতিবেদক
যশোর আইটি ইনস্টিটিউটের ফ্রিল্যান্সার শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন যশোর আইটি ইনস্টিটিউটের চিফ এডমিন অফিসার সায়েম আলি। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনের ইন্সট্রাক্টর হাসিব ইমতিয়াজ, ডিজিটাল মার্কেটিং ইন্সট্রাক্টর হাসনাত আবির, ওয়েব ডিজাইন এণ্ড ডেভেলপমেন্ট ইন্সট্রাক্টর লিমন হোসেন, ভিডিও এডিটিং ইন্সট্রাক্টর ড্যানিয়েল বিশ্বাস, অফিস এপ্লিকেশন ইন্সট্রাক্টর রাজিব কুমার দত্ত। যশোর আইটি ইনস্টিটিউট থেকে কোর্স সম্পন্ন করে সফলতা অর্জনকারী ৮ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদান করা হয়, ভিডিও এডিটিং ১৪তম ব্যাচ, ডিজিটাল মার্কেটিং ৩৮তম ব্যাচ, গ্রাফিক্স ডিজাইন ৪৫তম ব্যাচ, ওয়েব ডিজাইন এণ্ড ডেভেলপমেন্ট ৩১তম ব্যাচ এবং অফিস এপ্লিকেশন ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয় ।

Share.
Exit mobile version