বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চাঁদা না দেয়ায় সদর উপজেলার কচুয়া ইউনিয়নের নিমতলী বাজারে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম ধাবককে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম ৬ জন চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে ২৪ মে মামলা করেন। পুলিশ মামলার আসামি রাসেল হোসেনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। অন্য আসামিরা হলেন, যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের আল আমিন, শাখারীগাতী দক্ষিণপাড়ার আব্দুল আলিম, হাটবিলা মার্বেল ফ্যাক্টরির পিছনের রাসেল হোসেন, শাখারীগাতী গ্রামের শহিদুল ইসলাম, একই গ্রামের মেহেদী হাসান ও জিরাট গ্রামের শেখ টুটুলসহ অজ্ঞাতনামা ৮/১০জন।

মামলায় বাদী উল্লেখ করেন, আসামিদের অত্যাচারে তার ইলেক্ট্রনিক্স ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে তিনি ওই বাজারে কাচাঁমালের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন। আসামিরা রফিকুলকে হুমকি দিয়ে বলে নিমতলী বাজারের সভাপতি পদে এবং ব্যবসা করতে হলে তাদের ২ লাখ টাকা দিতে হবে। রফিকুল তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এরই ধারাবাহিকতায় গত ৫ মে নিজের ব প্রতিষ্ঠানে হিসাব নিকাশ করার সময় আসামিরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে আসামিরা খুন জখমের হুমকি দেয়।

একপর্যায় টুটুল লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম হয়। এ সময় তিনি প্রাণ বাঁচাতে ১০ হাজার টাকা চাঁদা দিলে আসামিরা আগামী ১০ দিনের মধ্যে আরো ২ লাখ টাকা চাঁদা না দিলে আসামিরা রফিকুল ও তার পরিবারকে খুন করবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা শুক্রবার রাতে আসামি রাসেলকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version