বাংলার ভোর প্রতিবেদক
দেশ সেরা বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী যশোরের হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার হাসান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকালে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসান আলী বিভিন্ন সমাজিক কাজে যুক্ত ছিলেন। সমাজসেবক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

মৃত্যুকালে হাসান আলীর বয়স হয়েছিল ৮৮ বছর। ৬ পুত্র ২ কন্যাসহ তার অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুর সংবাদে পোস্ট অফিস পাড়ায় তার বাড়িতে স্বজন ও গুণগ্রাহীদের ভিড় জমে।

এদিন আসর বাদ ঈদগাহ্ ময়দানে তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়াও সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version