বাংলার ভোর প্রতিবেদক
দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং হেনস্তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে প্রেসক্লাব যশোরের সামনে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
ঘন্টা ব্যাপী অহিংস এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে হাতে হাত ধরে পথচারীরাও অংশগ্রহণ করে।
কর্মসুচি চলাকালে সংহতি প্রকাশকরে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, সুরধনী যশোরের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, উদীচী যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের আনোয়ারুল করিম সোহেল, যশোর সাংবাদিক ইউনিয়ন ( জেইউজে)’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান মিলন, বিবর্তনের উপদেষ্টা অ্যাডভোকেট আজিজুর রহমান সাবু প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন দেশে অব্যহত নারী নির্যাতন প্রতিরোধে সরকার চরমভাবেই ব্যর্থ। অবিলম্বে মাগুরায় শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। এ সময় ঢাকায় ধর্ষণ বিরোধী মিছিলে পুলিশের হামলার ও তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।#