বাংলার ভোর প্রতিবেদক
যশোরের হাসান বুক ডিপো থেকে অ্যাডভ্যান্স প্রকাশনির নকল ৫০ টি গাইড বই উদ্ধারের ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নীতিমালা কমিটি। সোমবার সমিতির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি মাসুদুর রহমান।
জানা গেছে, অ্যাডভ্যান্স প্রকাশনি জানতে পারে যশোরের হাসান বুক ডিপো ঢাকা থেকে অ্যাডভ্যান্স প্রকাশনির নকল বই নিয়ে বিক্রি করছে। এ ব্যাপারে অ্যাডভ্যান্স পাবলিকেশনের প্রতিনিধি যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দের কাছে অভিযোগে দেন। শনিবার রাত ১০টার দিকে হাসান বুক ডিপোতে অভিযান চালান সমিতির নেতৃবৃন্দ। এ সময় দোকান তল্লাশি করে ৫০টি নকল গ্রামার বই উদ্ধার করা হয়। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণির সলুশনসহ ২৮টি গ্রামার বই, ৯ম শ্রেণির সলুশনসহ ৭টি গ্রামার বই এবং ১০ম শ্রেণির সলুশনসহ ১৫টি গ্রামার বই। শ্রেণিভেদে এই বইগুলো সাড়ে ৩ থেকে সাড়ে ৬শ’ টাকা দামে বিক্রি হয়। হাসান বুক ডিপো থেকে উদ্ধার হওয়া অ্যাডভ্যান্স প্রকাশনির নকল গাইডগুলো সমিতির অফিসে জমা দিয়ে একটি অভিযোগ দেন পাবলিকেশনের যশোর প্রতিনিধি। সোমবার সমিতির নিতিমানলা কমিটির এক সভায় অ্যাডভ্যান্স প্রকাশনির অভিযোগের শুনানি শেষে নকল গাইড বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মাসুদুর রহমান জানিয়েছেন, সোমবার সমিতির নীতিমালা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসান বুক ডিপো থেকে অ্যাডভ্যান্স পাবলিকেশনের নকল গাইড উদ্ধারের বিষয় আলোচন হয়। অভিযোগের সত্যতা পাওয়া যায়। আলোচনা শেষে হাসান বুক ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানার করা হয়েছে। সমিতির নিতিমালা অনুযায়ী হাসান বুক ডিপো জরিমানার শতকরা ২৫ ভাগ জমা দিয়ে আপিল করতে পারবে।