বাংলার ভোর প্রতিবেদক
শহরে যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে যশোর পৌরসভা এক বিশেষ অভিযান চালিয়েছে। রোববার দুপুরে চালানো এই অভিযানে ২৭টি অনিবন্ধিত অটো-রিকশা ও ২টি ইজিবাইক জব্দ করা হয়েছে।
একই সাথে শহরের বড়বাজার এলাকার লোহাপট্টি, আলুপট্টি ও দড়াটানা মোড় থেকে শতাধিক অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় ফুটপাতের এসব দোকান থেকে চেয়ার, টেবিল ও বেঞ্চসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, শহরে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য ও ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে নাগরিকদের চলাচলে ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত যানজট লেগেই আছে। পৌরবাসীর নিরাপদ ও যানজটমুক্ত চলাচল নিশ্চিত করার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আবু বক্কর প্রমুখ।