বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে গণসংযোগ ও প্রচার মিছিল করেছে যশোর নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার শহরের আর এন রোড এলাকায় গণসংযোগ করেন দলটির নেতৃবৃন্দ। পরে সেখান থেকে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা মোড়, চিত্রা মোড় হয়ে দড়াটানা ভৈরব চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version