বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অসহায়, প্রতিবন্ধী ও এতিম শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)। শনিবার যশোর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিন পুলিশ সুপার শহরের রায়পাড়া পীরবাড়ী এলাকায় অবস্থিত সাঈদাবানু সূচনা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর আড়পাড়ার মাদ্রাসাতুল মাহমুদ হিফজ, দারুল উলুম শাহপুর, ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা, বাহাদুরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা , কাশিমপুর বাজারের জান্নাতুল বানাত মাদ্রাসা এবং হৈবতপুর দারুণ উলুম তালতলা মাদ্রাসা পরিদর্শন করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। শীতার্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পুলিশ সুপারের এ মানবিক উদ্যোগে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাতসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
উল্লেখ্য, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে যশোর জেলা পুলিশের এ ধরনের মানবিক কার্যক্রম চলমান রয়েছে।

