বিবি প্রতিবেদক
যশোরে অস্ত্র মামলায় মণিরামপুরের চিহ্নিত সন্ত্রাসী ও পলাতক আসামি সাদ্দাম হোসেনকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্তি দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুনাল-১০ এর বিচারক শিমুল কুমার বিশ্বাস এই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত সাদ্দাম হোসেন মণিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট শ্যামল কুমার মজুমদার।
মামলার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশ ২০১৮ সালের ২৫ মে রাতে বাহাদুরপুর গ্রামের অভিযান চালায়। এসময় গ্রামের জনৈক আজিজুর রহমানের বাড়ির পাশে কাঁচা রাস্তার উপর থেকে সন্দেহজনক ভাবে সাদ্দাম হোসেন আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাজে কোমরে গোজা দেশিয় তৈরি একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মণিরামপুর থানায় অস্ত্র আইনে মামলা করেন এসআই নবুয়াত হোসেন। তদন্ত শেষে সাদ্দাম হোসেনকে অভিযুক্ত করে যশোর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই শরীফ এনামুল হক।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সাদ্দাম হোসেনর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১৯ এর (এ) ধারায় ১০ বছর সশ্রম ও ১৯ এর (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ে সাজা একই সাথে চলবে বলে উল্লেখ করা হয়েছে। সাজাপ্রাপ্ত সাদ্দাম হোসেন জানিমে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।
শিরোনাম:
- চারুতীর্থের তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন
- যশোর সদরে এলডিপি’র প্রার্থী খালেকুজ্জামান রিপন
- ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়
- শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিল
- ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা
- আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
- সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান : নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল
- আগামীকাল শুরু হচ্ছে ভবদহ অঞ্চলের পাঁচ নদী পুনঃখনন কাজ, জলাবদ্ধতা অবসানের সম্ভাবনা
