বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি, সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার গভীর রাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার সুজলপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এসব অস্ত্র ভারত থেকে আসা। বেনাপোল থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্য যাচ্ছিলো।

রোববার দুপুরে নিজ দপ্তরে যশোরের নয়া পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেস কনফারেন্সে এসব তথ্য জানিয়েছে। তিনি জানান, শনিবার গভীর রাতে মধুগ্রামে লিটন গাজীর বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।

এ সময় তার ঘরের মধ্যে বঙ্খাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র চট্টগ্রাম, কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন লিটন গাজী।

এসব অস্ত্র বেনাপোল সীমান্ত দিয়ে তার কাছে এসেছে।  তিনি তার এক ব্যবসায়ী পার্টনারের কাছে এসব অস্ত্র গুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে একাধিক অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।’ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা প্রমুখ।

Share.
Exit mobile version