বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর এলাকার আজিম হোসেন ওরফে আকাশ (২১) হত্যাকান্ডে জড়িত তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত স্বীকারোক্তি গ্রহণ শেষে তাদেরকে কারাগাওে পাঠিয়েছে। এর আগে বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন, যশোর শহরের শংকরপুর রায়পাড়ার আব্দুল খালেকের ছেলে আব্দুল হাকিম ওরফে সাগর, একই এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম ওরফে ছোট আকাশ ও আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে অনিক হাসান ওরফে অনি। আসামিদের তথ্যমতে বৃহস্পতিবার দুপুরে শংকরপুর এলাকার আব্দুল রাজ্জাকের বসত বাড়ির টয়লেটের টিনের চালের ওপর থেকে ৪টি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আজিম হোসেন ওরফে আকাশ পেশায় একজন রাজমিস্ত্রি। আসামি সোহান, অনিক হাসান ওরফে অনি, সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির, সিরাজুল ইসলাম, আব্দুল আলিম ওরফে ছোট আকাশ, মামুন, সোহেল, ইয়াছিন রাহুল, নয়ন, রমজান ওরফে ছোট রমজান এবং আজিম হোসেন ওরফে আকাশ এলাকায় বসবাস করে। আকাশের সাথে আসামিদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। কিভাবে আসামিরা আজিম হোসেন ওরফে আকাশকে হত্যা করে তা বর্ণনা দেয়। পরে তাদেরকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছে।