বাংলার ভোর প্রতিবেদক
যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আট দলীয় ঐক্যজোটের যশোরে জরুরি সভা হয়েছে। শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কার্যালয়ে ৮ দলীয় জোটের যশোরের শীর্ষ নেতাদের নিয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন .. ..

যশোরে বাম-গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আঞ্চলিক কনভেনশন

বাংলাদেশ ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার আমির মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলার সভাপতি নিজামুদ্দিন অমিত, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির রেজাউল করিম, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী প্রমুখ।

সভায় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের নানা পূর্বপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

Share.
Exit mobile version